প্রকল্প হবে জনগণের জন্য, কাউকে সুবিধা দিয়ে নয়: প্রধানমন্ত্রী
প্রকল্প হতে হবে জনগণের জন্য আর প্রকল্প এলাকা বাছাইয়ে কাউকে সুবিধা দেওয়ার চিন্তা বাদ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন বলে সাংবাদিকদের এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী জানান, পাশাপাশি একই ব্যক্তি একাধিক প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন বন্ধে হুঁশিয়ারি দিয়ে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পরিকল্পনা কমিশনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সভায় ১১ হাজার ৩২৪ কোটি টাকা ব্যয়ে ৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে ৩৮৪ কোটি টাকা ব্যয়ে হাতিয়া, কুতুবদিয়া ও সেন্টমার্টিন দ্বীপের শতভাগ এলাকা বিদ্যুৎ সংযোগের আওতায় আনবে সরকার বলে জানান মন্ত্রী।